শনিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

পিয়াত্রা আর্ট প্রতিযোগিতায় ইরানি শিশুদের অ্যাওয়ার্ড জয়

পোস্ট হয়েছে: আগস্ট ১১, ২০২১ 

news-image

রোমানিয়ায় পিয়াত্রা নেয়াম্ত ক্রেয়েটিভ ইন্টারন্যাশনাল আর্ট কমপিটিশন ফর চিলড্রেনের চতুর্থ পর্বে ইরানি শিশুদের একটি বড় গ্রুপ পুরস্কার জিতেছ। এসব শিশু ইরানে দেশব্যাপী থাকা শিশু এবং তরুণ প্রাপ্তবয়স্কদের বুদ্ধিবৃত্তিক বিকাশ বিষয়ক ইনস্টিটিউট আইআইডিসিওয়াইএ এর বিভিন্ন শাখার সদস্য। রোববার প্রতিষ্ঠানটি এই ঘোষণা দেয়।

শিশুদের এই আন্তর্জাতিক আর্ট প্রতিযোগিতায় ইরানের কাওছার রেজায়ি, আলি তামোরাদি, মারইয়াম ইয়াজদানি, দানিয়াল রেজায়ি ও রেইহানে আলিজাদে স্বর্ণপদক জিতেছে। রৌপ্যপদক জিতেছে আনিদা হেইদারি, দিয়ানা ভেইসি, রেজা গেরাভান্দি, মেলিকা আমজাদিয়ান, কিয়ারাশ সামিমিতাবার, আইলিন সারিপুর ও আমির হোসেইন কারিমি।

এছাড়া প্রতিযোগিতায় মোহাম্মাদরেজা মাসুদিয়ান, পারনাজ গুদরাজি, নাহাল দিদেবান, নাজানিন সাদাতি, আভা জেলভিয়ানি, আনাহিদ আমুজেশ ও হাশ্তি জাঙ্গানেহ সম্মানজনক আখ্যা লাভ করে। সূত্র: তেহরান টাইমস।