রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

পিসিআর কিট রপ্তানির প্রস্তুতি নিচ্ছে ইরান

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২৫, ২০২০ 

news-image

করোনাভাইরাসের পিসিআর কিট রপ্তানি ও বিভিন্ন দেশে ভেন্টিলেটর রপ্তানি বাড়াতে ইরান প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সোরেনা সাত্তারি। তিনি বলেন, আমাদের বিজ্ঞানভিত্তিক কোম্পানি ও গবেষকরা করোনাভাইরাসের ক্ষেত্রে প্রতিদিন নতুন নতুন পদক্ষেপ নিচ্ছেন।

সাত্তারি আরও জানান, ইরান করোনাভাইরাস মোকাবেলার বিভিন্ন ক্ষেত্রের প্রচুর পণ্য বিভিন্ন দেশে রপ্তানি করে। কিছু ক্ষেত্রে দেশীয় উৎপাদন আইন থাকায় আমাদের কিছু রপ্তানি বিধিনিষেধ রয়েছে। তবে ভেন্টিলেটর ও পিসিআর শনাক্তকরণ কিট রপ্তানির ক্ষেত্রে এসব বিষয় অধিকতর সক্রিয়ভাবে সমন্বয় করা হয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।