পাহাড়ের কোলে দৃষ্টিনন্দন গ্রাম
পোস্ট হয়েছে: ডিসেম্বর ৩১, ২০১৭

ইরানের সার-ই আকা সাইদ নামের গ্রামটি পাহাড়ের কোলে গড়ে ওঠা এক জনবসতি। দেশটির চাহারমহল-বাখতিয়ারি প্রদেশে এ গ্রামটি সহজেই পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। পাহাড়ের মাটির রঙ্গে ঘরবাড়িগুলো বিন্যস্ত। যেন একটি ছাদের ওপর আরেকটি ছাদ সারিবদ্ধভাবে ঘরবাড়িগুলোকে পাহাড়ে গেঁথে রেখেছে।
আকা সাইদের মাজারকে কেন্দ্র করে গ্রামটির নামকরণ করা হয়েছে। ৩ হাজার মানুষ বাস করে গ্রামটিতে। পশুপালন ও কৃষি তাদের পেশা। স্বভাবতই এরা কঠিন পরিশ্রমী। মেঠো পথ পাবেন সেখানে। একটু অজপাড়াগাঁ মনে হলেওচারপাশের নিসর্গ ফের আপনাকে নিয়ে যেতে চাইবে গ্রামটিতে।- তেহরান টাইমস