পারস-১ স্যাটেলাইটের বিশদ তথ্য প্রকাশ
পোস্ট হয়েছে: অক্টোবর ১৫, ২০২০
মহাকাশে উক্ষেপণের অপেক্ষায় থাকা ইরানের পারস-১ রিমোট সেন্সিং স্যাটেলাইট সম্পর্কে বিশদ তথ্য প্রকাশ করেছে দেশটির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়। স্যাটেলাইটটির উৎক্ষেপণ ও কিভাবে এটি পৃথিবীর কক্ষপথে স্থাপন করা হবে- ইত্যাদি বিষয়ে খুটিনাটি এসব তথ্য প্রকাশ করা হয়েছে।
ইরানের মহাকাশ গবেষণা কেন্দ্রের গবেষকরা পারস-১ স্যাটেলাইটের নকশা ও নির্মাণের কাজ করছেন। বর্তমানে এটি নির্মাণের শেষ দিকে রয়েছে এবং ইরানি মহাকাশ সংস্থাকে হস্তান্তরের কথা রয়েছে।
এছাড়া একই মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানে নাহিদ-২ টেলিযোগাযোগ স্যাটেলাইট তৈরির কাজও চলমান রয়েছে। আইসিটি মন্ত্রণালয় জানিয়েছে, উভয় স্যাটেলাইটই নির্মাণ ও কারিগরি পরীক্ষা-নিরীক্ষার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।