পারস্য উপসাগরে সামরিক মহড়া চালানো হয়েছে: আইআরজিসি
পোস্ট হয়েছে: আগস্ট ৬, ২০১৮

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানিয়েছে, তারা চলতি সপ্তাহে পারস্য উপসাগরে একটি সামরিক মহড়া চালিয়েছে। কৌশলগত সমুদ্রপথের নিরাপত্তা এবং সেখানে শত্রুদের সম্ভাব্য হুমকি মোকাবেলার লক্ষ্যে এ মহড়া চালানো হয়েছে বলে আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে।
রোববার আইআরজিসি’র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামেজান শরিফ বলেছেন, বিপ্লবী গার্ড বাহিনীর নিয়মিত বার্ষিক মহড়া চালানোর কর্মসূচির আওতায় কৌশলগত আন্তর্জাতিক সমুদ্রপথের নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা নিশ্চিত করার লক্ষেই ওই মহড়া চালানো হয়েছে।
কমান্ডার রামেজান শরিফ বলেন, আইআরজিসির প্রধান মেজর জেনারেল আলী জাফারি পারস্য উপসাগরে তার বাহিনীর সামরিক মহড়ার প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং মহড়ায় নৌ এবং বিমান ইউনিটের কার্যক্রমের প্রশংসা প্রকাশ করেন।পার্সটুডে।