শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

পারস্য উপসাগরে সবচেয়ে বড় দ্বীপ ‘ক্বেশম’ এ বিশাল পর্যটন বিনিয়োগ

পোস্ট হয়েছে: আগস্ট ৯, ২০১৭ 

news-image

ইরান ‘ক্বেশম’  দ্বীপে বড় ধরনের পর্যটন বিনিয়োগ বাস্তবায়ন করছে। রেল ও সড়ক পথ ছাড়াও বিমান যোগাযোগে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মধ্যে দিয়ে এ দ্বীপটি আরো বেশি পর্যটক আকর্ষণ করতে পারবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে ব্যয়বহুল বিমান খরচ কমিয়ে যাতে রেলপথে দ্বীপটিতে পর্যটকরা যেতে পারে এজন্যে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে।

এজন্যে বন্দর আব্বাস থেকে দ্বীপটির সঙ্গে একটি সেতুর মাধ্যমে সংযোগ স্থাপনের পরিকল্পনা নেওয়া হচ্ছে। এ সেতুতে রেল ও সড়ক উভয় সংযোগই থাকবে। ইতিমধ্যে ৫৮ মিলিয়ন ডলার ব্যয় করা হয়েছে কাশেম দ্বীপ পর্যটন উন্নয়নে। আগামী ৩ বছরে আরো ১৩ মিলিয়ন ডলার ব্যয় করা হবে। পর্যটকদের উৎসাহ দেওয়ার জন্যে বন্দর আব্বাস থেকে হাক্কানি পোর্ট পর্যন্ত ফ্রি রেল ভ্রমণ ও সেখান থেকে বিনামূল্যে ফেরিতে করে কাশেম দ্বীপে যাতায়াত করার ব্যবস্থা চালু হতে যাচ্ছে। ফলে পর্যটকরা শুধু ট্রেনের টিকিট খরচ দিয়েই কাশেম দ্বীপে যেতে পারবেন। ফিনান্সিয়াল ট্রিবিউন।