পারস্য উপসাগরের গ্যাসক্ষেত্র উন্নয়ন করতে চায় ভারত
পোস্ট হয়েছে: মার্চ ২৩, ২০১৬
পারস্য উপসাগরের অন্যতম প্রধান তেলক্ষেত্র ফারজাদ-বি উন্নয়নে ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে চায় ভারত। ভারতীয় সংবাদ মাধ্যম এ খবর দিয়েছে।
এতে বলা হয়েছে, আগামী মাসে ভারতীয় তেলমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইরান সফরের সময় হয়ত এ বিষয়ে তেহরান ও দিল্লির মধ্যে একটি চুক্তি হবে। এপ্রিলের ৬ থেকে ৭ তারিখ পর্যন্ত ইরান সফর করবেন প্রধান। সে সময় ফারজাদ-বি গ্যাসক্ষেত্র উন্নয়ন প্রকল্প নিয়ে চুক্তিতে পৌঁছানোর চেষ্টা নিশ্চিতভাবে করবে নয়াদিল্লি। খবরে আরো বলা হয়েছে, চুক্তি হলে ‘ওএনজিসি বিদেশ’ বা ওভিএল’র নেতৃত্বাধীন ভারতীয় কনসোর্টিয়াম এ প্রকল্পের উন্নয়ন করবে।
এরই মধ্যে ফারজাদ-বি গ্যাসক্ষেত্র উন্নয়নে প্রস্তুতির কথা জানিয়েছে ওভিএল। এই গ্যাসক্ষেত্রে আনুমানিক ২১.৬৮ ট্রিলিয়ন কিউবিক ফুট বা টিসিএফ প্রাকৃতিক গ্যাস রয়েছে। এর মধ্যে অন্তত ১২.৮ টিসিএফ গ্যাস উত্তোলন করা যাবে।
ইরানের প্রাকৃতিক তরল গ্যাস বা এলএনজি প্রকল্পে বিনিয়োগের তৎপরতা অনেক দিন ধরেই চালিয়ে যাচ্ছে জ্বালানি ঘাটতির দেশ ভারত। সূত্র: , ফিন্যান্সিয়াল ট্রিবিউন, আইআরআইবি