মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

পারমাণবিক হাসপাতাল নির্মাণ করছে ইরান

পোস্ট হয়েছে: অক্টোবর ২৭, ২০১৫ 

news-image

প্রথমবারের মত পারমাণবিক হাসপাতাল নির্মাণ করতে একটি বৃহৎ প্রকল্প হাতে নিয়েছে ইরান। সোমবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং তেহরান পৌরসভার সাথে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ইরানের পারমাণবিক শক্তি সংস্থা (এইওআই)।

ইরানে এটাই সর্বপ্রথম এবং মধ্যপ্রাচ্যের মধ্যে এটাই সবচেয়ে বড় পারমাণবিক হাসপাতাল বলে জানিয়েছে ইরান।

এইওআই এর প্রধান আলী আকবার সালেহি, স্বাস্থ্যমন্ত্রী সৈয়দ হাসান ঘাজিজাদেহ হাসেমি এবং তেহরানের মেয়র বাঘের কালিবাফের মাঝে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

দক্ষিণ-পশ্চিম তেহরানের বেলায়েত পার্কে এ হাসপাতাল নির্মাণ করা হবে। নির্মাণে সময় লাগবে ৪ বছর।

সালেহি বলেন, হাসপাতাল নির্মাণে প্রয়োজনীয় সরঞ্জাম ক্রয়ে ২৫০ মিলিয়ন ইউরো প্রয়োজন হবে। নির্মাণে ৪৮ মাস সময় নেয়া হবে। এখানে ৪ থেকে ৫ বছরের কোর্স চালু করা হবে বলেও তিনি জানান।

তিনি আরও জানান, এ প্রকল্পের জন্য প্রয়োজনীয় বরাদ্দ ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। কয়েকটি দেশ অর্থায়ন করতে সম্মত হয়েছে বলেও জানান তিনি।

সালেহি বলেন, চিকিৎসা, প্রশিক্ষণ এবং ডায়াগনস্টিক সেবা প্রদানের লক্ষ্যে এ হাসপাতাল স্থাপন করা হচ্ছে। পরবর্তী ধাপে আমরা গবেষণা ও উন্নয়ন অধ্যয়ন চালু করব। সূত্র:  তেহরান টাইমস।