রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

পারমাণবিক শিল্পের চাহিদা মেটাবে জ্ঞানভিত্তিক সংস্থা

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ৫, ২০২২ 

news-image

প্রযুক্তিগত একটি ইভেন্টে ইরানের পারমাণবিক শিল্পের চাহিদা পূরণ করবে দেশটির জ্ঞানভিত্তিক সংস্থাগুলি।ইরানের বিজ্ঞান ও প্রযুক্তির ভাইস প্রেসিডেন্সি এবং রেডিয়েশন অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট কোম্পানির সহায়তায় ইভেন্টটি ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।“কৃষি”, “ঔষধ ও স্বাস্থ্য”, “শিল্প”, “পরিবেশ”, “নিরাপত্তা”, “তেল, গ্যাস, পেট্রোকেমিক্যাল এবং পলিমার”, “অনুসন্ধান ও খনি” এবং “পানি” এর বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের সুযোগ নিয়ে ইভেন্টে আলোচনা করা হবে।

সূত্র: তেহরান টাইমস।