পারমাণবিক শক্তি প্রযুক্তিতে ইরানের ১৫৮টি নতুন সাফল্য
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৭, ২০২৩

ইরানের পরমাণু শক্তি সংস্থার (এইওআই) প্রধান মোহাম্মদ এসলামি বলেছেন, ইরান গত বছর পারমাণবিক শক্তি প্রযুক্তিতে ১৫৮টি নতুন সাফল্য অর্জন করেছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজ সফরকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আমরা দেশের বিভিন্ন ক্ষেত্রে পারমাণবিক প্রযুক্তির উন্নয়নের চেষ্টা করছি যাতে আমরা আরও বেশি করে মানুষের জীবনে এর প্রভাব প্রত্যক্ষ করতে পারি।
ইরান পরমাণু শক্তি সংস্থার ২০ বছরের নথির উল্লেখ করে ইসলামি বলেন, এই নথির অন্যতম লক্ষ্য হল বিদ্যুৎ কেন্দ্র এবং বিকিরণ ব্যবস্থার উন্নয়ন। সূত্র: মেহর নিউজ