পানি ব্যবস্থাপনায় আন্তর্জাতিক পুরস্কার পেলেন ইরানি বিজ্ঞানী
পোস্ট হয়েছে: মে ২, ২০২২

পরিবেশ বিজ্ঞানে অসামান্য অবদানের জন্য ২০২২ জুলিয়ান হিন্ডস পুরস্কার লাভ করেছেন ইরানের বিজ্ঞানী মোহাম্মদ কারামাউজ। মূলত পানি সম্পদ উন্নয়ন এবং ব্যবস্থাপনায় অবদানের জন্য তাকে এই পুরস্কার দেয়া হয়।
আমেরিকান সোসাইটি অব সিভিল ইঞ্জিনিয়ার্স (এএসসিই) কারামাউজকে ২০২২ জুলিয়ান হিন্ডস অ্যাওয়ার্ডসের পাশাপাশি পিএইচডি, পিই., ডি.ডব্লিউআরই, এফ.এএসসিই সম্মাননা দিয়েছে। জলবিদ্যা, জলবাহী, সেচ ও নিষ্কাশন, পরিকল্পনা এবং ব্যবস্থাপনা, জলবিদ্যুৎ এবং জলাধার অপারেশন, বন্যা এবং খরা, এবং জলবায়ু পরিবর্তনে তার ৩৬ বছরের শিক্ষা, গবেষণা, পরামর্শ, এবং নেতৃত্বের অসামান্য অবদানের জন্য এবারের জুলিয়ান হিন্ডস পুরস্কার দেয়া হয়।কারামাউজের পানি সম্পদ প্রকৌশলে দীর্ঘ এবং বর্ণাঢ্য কর্মজীবন রয়েছে। তিনি ইরান সহ মধ্যপ্রাচ্যের শুষ্ক ও আধা-শুষ্ক অঞ্চলে হাইড্রলিক্স (বন্যা সমভূমি, জলাধার/বাঁধ, জলবিদ্যুৎ), জলবিদ্যা এবং জল সম্পদ পরিকল্পনায আন্তর্জাতিক প্রকল্পের প্রধান তদন্তকারী ছিলেন।
সূত্র: তেহরান টাইমস।