বুধবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

পানি ও বর্জ্যপানি শিল্পের সরঞ্জাম উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ ইরান

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২, ২০২০ 

news-image

বর্জ্যপানি শোধনাগারের চুল্লি ছাড়া পানি ও বর্জ্যপানি শিল্পে ব্যবহৃত বাকি সকল ধরনের সরঞ্জাম উৎপাদনে স্বনির্ভরতা অর্জন করেছে ইরান। বৃহস্পতিবার ইরানের পানি ও বর্জ্যপানি বিষয়ক উপজ্বালানি মন্ত্রী কাশেম তাকিজাদেহ খামেসি দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ কে একথা বলেন।
 মাশহাদ শহরে অনুষ্ঠিত পানি, বর্জ্যপানি শিল্প ও সংশ্লিষ্ট সরঞ্জামের ১৩তম জাতীয় প্রদর্শনীর ফাঁকে কথা বলেন তিনি। এসময় তাকিজাদেহ খামেসি বলেন, আমাদের আগে বড় বড় ও ভারি পাম্প সরবরাহে সমস্যা ছিল। তবে দেশে এই ধরনের বিশালাকৃতির পাম্প উৎপাদনের প্রযুক্তি ধীরে ধীরে বিকশিত হয়েছে। ফলে এখন থেকে আমাদের আর এই ধরনের সরঞ্জাম আমদানির কোনো প্রয়োজন নেই।  
ইরানের দুটি দেশীয় কোম্পানি বর্জ্যপানি শোধনাগার চুল্লির কিছু স্যাম্পল তৈরি করতে সক্ষম হয়েছে। বর্তমানে এগুলির পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে।
২০১৯ সালের অক্টোবর ইরানের ওয়াটার অ্যান্ড ওয়েস্টওয়াটার ইঞ্জিনিয়ারিং কোম্পানির (যা এবিএফএ নামে পরিচিত) প্রধান হামিদ রেজা যানবাজ বলেছিলেন, ইরানের পানি ও বর্জ্যপানি শিল্পের প্রয়োজনীয় সরঞ্জাম ও যন্ত্রপাতির ৯৫ শতাংশ দেশীয়ভাবে উৎপাদিত হচ্ছে। বর্তমানে বেসরকারি খাতের কোম্পানিগুলো সকল ধরনের ইলেক্ট্রোমোটর, পাম্প, শাখাবিন্যাস সরঞ্জাম ও সংশ্লিষ্ট যন্ত্রপাতি উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়েছে বলে জানান তিনি। সূত্র: তেহরান টাইমস।