পানামার দ্বিতীয় টিমকে হারাল ইরান
পোস্ট হয়েছে: নভেম্বর ১৩, ২০১৭
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2017/11/2630724-1.jpg)
প্রীতি ফুটবলে ম্যাচে পানামার দ্বিতীয় টিমকে পরাজিত করতে সক্ষম হয়েছে ইরান। প্রতিপক্ষকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে জয় ঘরে তোলে ইরানের জাতীয় ফুটবল টিম।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অস্ট্রিয়ার গ্রাজে প্রীতি এই ম্যাচটি অনুষ্ঠিত হয়।আগামী বছর রাশিয়ায় বসছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর। এ বিশ্বকাপকে সামনে রেখেই প্রস্তুতি এই ম্যাচে মুখোমুখি হয় দুদেশ।
প্রতিযোগিতায় অংশ নিয়ে ইরানি ফুটবল টিম দারুণ খেলা উপহার দেয়। পানামার দ্বিতীয় টিমকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে ম্যাচ জয় করে তারা।
বন্ধুত্বপূর্ণ ম্যাচে পানামার জাতীয় ফুটবল দলের অধিকাংশ খেলোয়াড়ই অনুপস্থিত ছিলেন। প্রীতি ম্যাচে ইরানের পক্ষে গোল করেন আশখান দেজাগাহ ও সামান ঘোদ্দোস। অন্যদিকে, পানামার পক্ষে একমাত্র গোলটি করেন গ্যাবরিয়েল টরিজ। এ গোলটি প্যানাল্টি থেকে আসে।
রাশিয়ায় অনুষ্ঠিতব্য ২০১৮ ফিফা বিশ্বকাপে ইরান ও পানামা উভয় দেশই খেলার যোগ্যতা অর্জন করেছে।
সূত্র: মেহের নিউজ এজেন্সি