রবিবার, ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

পাটিগণিত অলিম্পিয়াডে প্রথম স্থান অধিকার করলো ইরানি টিম

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ৪, ২০২১ 

news-image

পাটিগণিতে মানসিক দক্ষতার ওপর আন্তর্জাতিক অলিম্পিয়াডের (ওয়ামাস ২০২১) দলীয় বিভাগে প্রথম স্থান অধিকার করেছে ইরানি শিক্ষার্থীরা। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ৩ থেকে ৪ সেপ্টেম্বর এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।

গাণিতিক অলিম্পিয়াডে ইরানি দলের ১৪ শিক্ষার্থীই কোনো না কোনো অবস্থান অর্জন করে। এদের মধ্যে চারজন চ্যাম্পিয়নের চ্যাম্পিয়ন শিরোপা জয় করে, দুই জন লাভ করে চ্যাম্পিয়নের মুকুট, একজন প্রথম স্থান ও সাতজন লাভ করেছে দ্বিতীয় স্থান। জাতীয় মানসিক গাণিতিক দলের প্রধান আলি আদেলি এই তথ্য জানান।

তিনি জানান, ইরানি শিক্ষার্থীরা অন্যান্য দেশের মেধাবী শিক্ষার্থীদের সাথে গণিতের ওপর কঠিন মানসিক দক্ষতা প্রতিযোগিতায় অংশ নিয়ে মাত্র ১০ মিনিটে ৪শ প্রশ্নের উত্তর দিয়েছে। এসব ইরানি শিক্ষার্থী ইরানের তেহরান ও কেরমানসাহ প্রদেশ থেকে এসেছে। সূত্র: তেহরান টাইমস।