শুক্রবার, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

পাক-ভারত যুদ্ধউত্তেজনা: রাশিয়া, চীন ও ইরানের উদ্বেগ

পোস্ট হয়েছে: অক্টোবর ২, ২০১৬ 

news-image

পাক-ভারত সীমান্তে গোলাগুলি ও যুদ্ধউত্তেজনায় উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া, চীন ও ইরান। একই সঙ্গে দুই দেশের চলমান সংকট উত্তরণে অস্ত্রের প্রদর্শন না করে কূটনৈতিক ও রাজনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে শক্তিধর এই দেশগুলো। শুক্রবার রাতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্তে নিয়ন্ত্রণ রেখায় পাক-ভারত উত্তেজনা উদ্বেগজনক। দুই দেশের মতবিরোধ দূর করতে রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমাধান খোঁজা উচিত।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপত্র বাহরাম কাসেমি বলেছেন, পাক-ভারত যুদ্ধউত্তেজনা এই অঞ্চলের জন্য ক্ষতিকর। তেহরান থেকে দেয়া বক্তব্যে তিনি বলেন, এতেকরে ওই অঞ্চলের সন্ত্রাসীরা উপকৃত হচ্ছে। তারা উভয় দেশের নিরাপত্তা ধ্বংস করতে চায়। তাই, দ্রুত এর সমাধান হওয়া উচিত।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে,  জম্মু-কাশ্মীরের বিষয় দ্রুত সমাধান হওয়া উচিত। এ বিষয়ে পাকিস্তান তাদের দাবি বিশ্ব দরবারে তুলে ধরার চেষ্টা করছে। কাশ্মীর ইস্যুতে আলোচনার মাধ্যমে পাকিস্তান ও ভারতের মধ্যকার চলমান উত্তেজনার অবসান সম্ভব বলে মনে করেন তারা।

সূত্র: দৈনিক পাকিস্তান