পাকিস্তানের বেলুচিস্তানে ভয়াবহ বোমা হামলার তীব্র নিন্দা জানাল ইরান
পোস্ট হয়েছে: নভেম্বর ১৪, ২০১৬

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একটি মাজারে ভয়াবহ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি শনিবার রাতে এক বিবৃতিতে বলেছেন, আঞ্চলিক দেশগুলোর সমন্বিত উদ্যোগে সন্ত্রাসবাদের মূলোৎপাটন করতে হবে।
শনিবার সন্ধ্যার পর পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের লাসবেলা জেলার শাহ নূরানি মাজারে ভয়াবহ বোমা হামলা চালায় জঙ্গিরা। এ ঘটনায় অন্তত ৫২ জন নিহত ও ১১০ জনেরও বেশি লোক আহত হয়। হতাহতদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে।
বাহরাম কাসেমি তার বিবৃতিতে পাকিস্তানের সরকার, জনগণ ও নিহতদের পরিবারবর্গের প্রতি শোক ও সমবেদনা জানান।
সংবাদদাতারা জানিয়েছেন, বোমা হামলার সময় মাজারটিতে প্রায় ৫০০ লোক উপস্থিত ছিল। পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এ হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন।
উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ পাকিস্তানের মাজারে বোমা হামলার দায়িত্ব স্বীকার করেছে।
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সাম্প্রতিক সময়ে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, সন্ত্রাসবাদ এবং সাম্প্রদায়িক সহিংসতা বেড়ে গেছে। গত কয়েক বছরে প্রদেশটিতে এরকম বেশ কিছু ভয়াবহ হামলায় শত শত শানুষের প্রাণহানি হয়েছে। সূত্র: পার্সটুডে