বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

পাওয়ার প্লান্ট সরঞ্জামে স্বনির্ভরতার পথে ইরান

পোস্ট হয়েছে: নভেম্বর ২১, ২০২১ 

news-image

গত কিছুদিন যাবত বিশেষ করে নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা আরোপের পর সবক্ষেত্রে দেশীয় উৎপাদন জোরদার এবং স্বনির্ভরতা অর্জন করা ইরানের বড় কৌশল হয়ে দাঁড়িয়েছে। তেল, গ্যাস, পেট্রোপণ্য ও বৈদ্যুতিক খাতসহ বিভিন্ন খাতে নতুন এই কৌশল অবলম্বন করছে দেশটি। কেননা দেশের উন্নয়নে এগুলোকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয।এই কৌশল অনুযায়ী, জ্বালানি মন্ত্রণালয় আগের বছরের মতো চলতি ইরানি বছরে (২১ মার্চ ২০২১ থেকে ২০ মার্চ ২০২২) এই শিল্পে ব্যবহৃত বড় বড় সরঞ্জাম ও আইটেমগুলো দেশীয়ভাবে উৎপাদনের বিষয়টি এজেন্ডার শীর্ষে স্থান দেয়। সে হিসেবে এবছরের নাম দেওয়া হয়েছে ‘প্রোডাকশন: সাপোর্ট অ্যান্ড এলিমিনেশন অভ অবস্ট্যাকলস’।জ্বালানি খাতের সকল সংস্থা ও প্রতিষ্ঠান দেশীয়ভাবে সরঞ্জাম এবং যন্ত্রপাতি উৎপাদনে সহায়ক বিশেষ কর্মসূচি হাতে নেয়। ফলে এই খাতে সরঞ্জাম দেশীয়ভাবে উৎপাদনে স্বনির্ভরতার পথে রয়েছে দেশটি। সূত্র: তেহরান টাইমস।