পাঁচশ কিলোমিটার কক্ষপথে ঘুরবে ইরানের প্রথম বেসরকারি স্যাটেলাইট
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ৭, ২০২২

আগামী ইরানি ক্যালেন্ডার বছরের মধ্যে (২১ মার্চ ২০২২ থেকে ২০ মার্চ ২০২৩) ইরানের তৈরি কোসার স্যাটেলাইট উৎক্ষেপণের পর ৫০০ কিলোমিটার কক্ষপথে অবস্থান করবে। স্যাটেলাইটটির ডিজাইন এবং উৎক্ষেপণের কাজ করবে ৮টি প্রযুক্তিগত কোম্পানি।
বেসরকারিভাবে তৈরি কোসার স্যাটেলাইটটির ওজন ৩০ কেজি এবং এর আয়ুষ্কাল ২ বছর। এর স্থানিক রেজোলিউশন ৩ দশমিক ৪ মিটার এবং কাছাকাছি-ইনফ্রারেড ইমেজিং রেজোলিউশন হলো সাড়ে ৫ মিটার। ফ্রেম রেট প্রতি সেকেন্ডে ৬ এবং কাছাকাছি-ইনফ্রারেড ইমেজিং রেট প্রতি সেকেন্ডে ২৮টি ফ্রেম তৈরি করে। বৃহস্পতিবার ইরানের জাতীয় মহাকাশ প্রযুক্তি দিবসে স্যাটেলাইটটি উন্মোচন করা হয়েছে। বর্তমানে এটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। কোসার স্যাটেলাইট আগামী বছরে উৎক্ষেপণের কথা রয়েছে। এটি হবে ৫০০ কিলোমিটার কক্ষপথে স্থাপন করা প্রথম বেসরকারি-খাতের স্যাটেলাইট। সূত্র: তেহরান টাইমস