পশ্চিম এশীয় ব্লিটজ দাবা টুর্নামেন্টে ইরানের ৬ পদক
পোস্ট হয়েছে: এপ্রিল ২৯, ২০২৫

পশ্চিম এশীয় ব্লিটজ দাবা টুর্নামেন্টে ইরানি দাবা খেলোয়াড়রা ২টি স্বর্ণ, ২টি রৌপ্য এবং ২টি ব্রোঞ্জ পদক জিতেছেন।তাজিকিস্তানে আয়োজিত পশ্চিম এশীয় বয়স-ভিত্তিক প্রতিযোগিতায় ব্লিটজ বিভাগে ইরানি দাবা দল ২টি স্বর্ণপদক, ২টি রৌপ্যপদক এবং ২টি ব্রোঞ্জ পদক জিতেছে। এই প্রতিযোগিতাগুলোতে, ছেলেদের অনূর্ধ্ব-১২ বয়স বিভাগে রামতিন কাকাভান্দ এবং অনূর্ধ্ব-১৬ বিভাগে মোহাম্মদ হোসেন দারভিশি স্বর্ণপদক জিতেছেন। অনূর্ধ্ব-১২ বছর গ্রুপে আয়হান রাহবার এবং অনূর্ধ্ব-৮ গ্রুপে কিয়াশা মাহবুবিও রৌপ্য পদক জিতেছেন। মেয়েদের বিভাগে, অনূর্ধ্ব-১২ বছর গ্রুপে সাইনা কাওসারি এবং অনূর্ধ্ব-১৪ দলে তারানেহ তাগিজাদেহ ব্রোঞ্জ পদক জিতেছেন।পার্সটুডে।