পশ্চিম এশিয়া কুস্তি চ্যাম্পিয়নশিপে ইরানের মোরাদি
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২৭, ২০২০

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পশ্চিম এশিয়া কুস্তি চ্যাম্পিয়নশিপে ইরানের প্রতিনিধিত্ব করবেন সোহরাব মোরাদি। আন্তর্জাতিক এই টুর্নামেন্টটিতে ইরানের সাতজন কুস্তিগীরের প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। কিন্তু করোনাভাইরাস হুমকির কারণে বাকি সবার ফ্লাইট বাতিল করা হয়েছে।
মোরাদি রিও অলিম্পিকে ৯৪ কেজি ওজন-শ্রেণিতে স্বর্ণপদক জয় করেন। তিনি কোয়ালিফাইং টুর্নামেন্টে দুটি গুরুতরভাবে আহত হন। এক বছর আগে তিনি মেরুদণ্ডে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন। এরপর গত জুলাইয়ে তার একটি কাঁধ স্থানচ্যুত হয়ে পড়ে।
আগামী এপ্রিলে কাজাখস্তানে অনুষ্ঠিতব্য এশিয়ান চ্যাম্পিয়নশিপেও ভালো পারফরমেন্স করার বিষয়ে আশাবাদি ইরানের অলিম্পিক চ্যাম্পিয়ন কুস্তিগীর মোরাদি। সূত্র: তেহরান টাইমস।