পশ্চিম এশিয়ায় সর্ববৃহত আয়ন থেরাপি হাসপাতাল নির্মাণ করছে ইরান
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৩, ২০২০

ইরানে পশ্চিম এশিয়ার সর্ববৃহত আয়ন থেরাপি হাসপাতালের নির্মাণ কাজ চলমান রয়েছে। এমন তথ্য জানান ইরানের আণবিক জ্বালানি সংস্থার (এইওআই) প্রধান আলি আকবার সালেহি।
তিনি বলেন, আলবোরজ প্রদেশে বর্তমানে আমরা ন্যাশনাল আয়ন থেরাপি সেন্টার নির্মাণ করছি। এটি পশ্চিম এশিয়ার (মধ্যপ্রাচ্য) মধ্যে সবচেয়ে বড় আয়ন থেরাপি হাসপাতাল। বিশ্বে এই ধরনের হাসপাতালে এটি ষষ্ঠ বৃহত্তম।
সালেহি আরও বলেন, পশ্চিম এশিয়ায় এই সেন্টারটি অদ্বিতীয়। হাসপাতালটি নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে। আমরা আশাবাদি আগামী বছরের মাঝামাঝি হাসপাতালটিতে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা চালু করতে সক্ষম হবো। অনিরায়মযোগ্য রোগ বিশেষত ক্যান্সার রোগীদের চিকিৎসায় হাসপাতালটি নির্মাণ করা হচ্ছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।