শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

পশ্চিম এশিয়ায় মাতৃদুদ্ধ ব্যাংক প্রতিষ্ঠায় প্রথম স্থানে ইরান

পোস্ট হয়েছে: আগস্ট ২৪, ২০২০ 

news-image

পশ্চিম এশিয়ায় অপরিণত নবজাত শিশুদের বুকের দুধ খাওয়ানোর দিক দিয়ে র‌্যাঙ্কিংয়ে প্রথম স্থানে রয়েছে ইরান। দেশটিতে ১১টি মাতৃদুদ্ধ ব্যাংক রয়েছে। ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজের আল-জাহরা হাসপাতালের মাতৃদৃদ্ধ ব্যাংকের প্রধান মোহাম্মাদ বাকের হোসেইনি এই তথ্য জানান।

শনিবার আইআরএনএকে তিনি বলেন, হাসপাতালে জন্ম নেয়া বিপুল সংখ্যক অপরিপক্ক শিশুর জীবন রক্ষায় রক্তদানের মতোই বুকের দুধ দান করাও গুরুত্বপূর্ণ। কারণ এসব শিশুর সর্বোত্তম পুষ্টি হচ্ছে বুকের দুধ।

তিনি আরও বলেন, বুকের দুধের ব্যাংক বিশ্বের সব জায়গায় ব্যাপকভাবে বিস্তৃত। এসব দুধ ব্যাংক ইউরোপে প্রায় একশ বছর যাবত চালু রয়েছে।

বিশ্বব্যাপী প্রায় ৬শটি বুকের দুধের ব্যাংক রয়েছে। প্রথম মাতৃদুদ্ধ ব্যাংক প্রতিষ্ঠা হয় অস্ট্রিয়ায়। বর্তমানে ইউরোপে ২১০টি বুকের দুধের ব্যাংক রয়েছে। আর ব্রাজিলের একাকিই রয়েছে ২১০টি মাতৃদুদ্ধ ব্যাংক। সূত্র: তেহরান টাইমস।