শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

পশ্চিম এশিয়ায় বৃহত্তম ওষুধ উৎপাদকে পরিণত হবে ইরান

পোস্ট হয়েছে: জুন ৯, ২০২০ 

news-image

খুবই নিকট ভবিষ্যতে মধ্যপ্রাচ্য অঞ্চলে ওষুধের বৃহত্তম কাঁচামাল উৎপাদক দেশে পরিণত হবে ইসলামি প্রজাতন্ত্র ইরান। রোববার ইরানের স্বাস্থ্য ও মেডিকেল শিক্ষা মন্ত্রী ডা. সাইদ নামাকি এই মন্তব্য করেছেন।

তিনি বলেন, দেশীয় বিজ্ঞানীদের উচ্চ বৈজ্ঞানিক সক্ষমতা ও সামর্থ্য এবং ওষুধ উৎপাদনের প্রয়োজনীয় উপাদান বিদ্যমান রয়েছে। এ থেকে উপকৃত হয়ে ইরান শিগগিরই মধ্যপ্রাচ্য অঞ্চলের বৃহত্তম ওষুধ উৎপাদক দেশে পরিণত হবে।

ইরানের মারকাজি প্রদেশে মধ্যপ্রাচ্য অঞ্চলে ওষুধের কাঁচামাল উৎপাদনের প্রথম নগর অঞ্চল উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এ মন্তব্য করেন। রোববার তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটি উদ্বোধন করেন।

নামাকি বলেন, দেশে বেনজিনের (যা ওষুধ উৎপাদনের মধ্যবর্তী বস্তু উৎপাদনে ব্যবহৃত হয়) মতো পেট্রোক্যামিকেলের সস্তা উৎপাদন সত্বেও ইরান ওষুধের কাঁচামাল উৎপাদনের উচ্চ সক্ষমতা উপভোগ করে। অন্যদিকে, এসব সস্তা কাঁচামাল ভারত ও চীনসহ বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।