বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

পশ্চিম এশিয়ায় জৈবপ্রযুক্তিতে শীর্ষে ইরান

পোস্ট হয়েছে: অক্টোবর ১৩, ২০২০ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরান বিশ্বে জৈবপ্রযুক্তিতে ১২তম এবং পশ্চিম এশিয়ায় প্রথম স্থানে রয়েছে। বিজ্ঞানভিত্তিক কোম্পানির সাড়ে নয় শতাংশ এবং এসব কোম্পনির ষাট শতাংশের অধিক রপ্তানি আয় হয় জৈবপ্রযুক্তি সংশ্লিষ্ট পণ্য থেকে।

ইরানের বিজ্ঞানভিত্তিক কোম্পানিগুলো ২২টি ফার্মাসিউটিক্যাল উৎপাদন করছে। এ থেকে দেশটির বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয় ১ বিলিয়ন মার্কিন ডলার। পশ্চিম এশিয়ায় জৈবপ্রযুক্তি ও টিকার দিক দিয়ে প্রথম এবং এশিয়ায় শীর্ষ পাঁচ জৈবপ্রযুক্তি উৎপাদকদের মধ্যে রয়েছে দেশটি।

সোমবার ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্সির জৈবপ্রযুক্তি উন্নয়ন দপ্তরের সচিব মোস্তফা ঘানেই এই তথ্য জানিয়েছেন। সূত্র: তেহরান টাইমস।