বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় ফুল গালিচা হচ্ছে ইরানে

পোস্ট হয়েছে: নভেম্বর ১৬, ২০২২ 

news-image

ইরানের মারকাজি প্রদেশে একটি বিস্তীর্ণ ফুলের গালিচা উম্মোচন করা হবে। বলা হচ্ছে, পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় গালিচা হবে এটি। বুধবার মধ্য মারকাজি প্রদেশের ফুলের বাগানের একটি ব্যস্ত কেন্দ্র মহল্লাতে এটি উন্মোচন করা হবে। মহল্লাত পৌরসভার কর্মকর্তা মারজান খোসরাভানি এই তথ্য জানিয়েছেন।মঙ্গলবার খোসরাভানির বরাত দিয়ে বার্তা সংস্থা ইসনা বলেছে, গালিচাটিতে ২ লাখ জাতের ফুল ব্যবহার করা হবে। তিনি জানান, পৌরসভা এবং সিটি কাউন্সিল ফুলের প্রতি আগ্রহী নাগরিকদের সহযোগিতায় এই প্রকল্পটি পরিচালনা করবে।প্রকল্পটির লক্ষ্য, পর্যটন ক্ষেত্রে মহল্লাতের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি শহরটিকে দেশের ফুল ও শোভাময় উদ্ভিদ চাষের কেন্দ্র হিসেবে পরিচিত করা। সূত্র: তেহরান টাইমস।