রবিবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

পশ্চিম ইরানে প্রাচীন পেট্রোগ্লাইফ আবিষ্কার

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১৮, ২০২১ 

news-image

পশ্চিম ইরানের লোরেস্তান প্রদেশের একটি সমতল অনূর্বর ভূমিতে সম্প্রতি আরও কিছু প্রাচীন পেট্রোগ্লাইফ পাওয়া গেছে। শিলালিপিগুলোতে ঐতিহাসিক নিদর্শন পাওয়া গেছে।

সোমবার প্রাদেশিক পর্যটন প্রধান সৈয়দ আমিন কাসেমি জানান, লোরেস্তান প্রদেশের চেগেনি কাউন্টিতে পরিচালিত একটি প্রত্নতাত্ত্বিক অভিযানে ওই পেট্রোগ্লাইফগুলো আবিষ্কৃত হয়। এত খোদাই করা প্রতীক ও চিত্রের ব্যবহার রয়েছে।

এই কর্মকর্তা আরও বলেন, শিলালিপিগুলোতে প্রাণী, মানুষ ও উদ্ভিদের নানা নিদর্শনসহ বিভিন্ন চিত্রায়ন রয়েছে। সেই সাথে এতে শিকার ও ঘোড়ার পিঠে চড়ার দৃশ্যও রয়েছে। সূত্র: তেহরান টাইমস।