রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

পশু পালনে ইরানের নোমাদ উপজাতিদের সাফল্য

পোস্ট হয়েছে: জুন ২২, ২০১৬ 

news-image

ইরানের নোমাদ উপজাতিরা পশু পালনে ব্যাপক সাফল্য দেখিয়েছে। ইরানি বছরের শুরুর প্রথম দুমাসে এ উপজাতি অন্তত ২লাখ ভেড়া রফতানি করেছে। ইরান সরকার এ উপজাতিকে তাদের পশু রফতানিকে আরো উৎসাহিত করার জন্যে বিভিন্ন ধরনের সহায়তা দিচ্ছে। তাদের হাতে আছে অন্তত ২৪ মিলিয়ন পশু। যা থেকে ইরানের কুড়িভাগ মাংশের চাহিদা পূরণ ছাড়াও দুধ উৎপাদনে বড় ধরনের চাহিদা পূরণ হয়ে থাকে।

সূত্র: ফিন্যান্সিয়াল ট্রিবিউন