পর্যটন গন্তব্যে পরিণত হতে চলেছে ইরানের গ্যান্ডোমান জলাভূমি
পোস্ট হয়েছে: জুলাই ৪, ২০২২

ইরানের দক্ষিণ-পশ্চিম চাহারমহল-বখতিয়ারি প্রদেশের গ্যান্ডোমান জলাভূমির চারপাশে কৃষি পর্যটন অবকাঠামো উন্নত করতে চায় স্থানীয় পর্যটন কর্তৃপক্ষ। প্রাদেশিক পর্যটন প্রধান আলীরেজা জিলান শনিবার একথা বলেন।
ব্যাখ্যা করে তিনি বলেন, ‘এই লক্ষ্য অর্জনের জন্য এই অঞ্চলে কৃষি পর্যটনে ব্যক্তিগত বিনিয়োগকারীদের স্বাগত জানানো এবং সহায়তা করা হয়।’ পর্যটন প্রধান বলেন, ট্রানজিট রুটে জলাভূমির অবস্থানের কারণে ইরানের কেন্দ্রীয় প্রদেশগুলিকে দক্ষিণ-পশ্চিম এবং দক্ষিণে বন্দরগুলির সাথে সংযুক্ত করে গ্যান্ডোমান একটি কৌশলগত বিনিয়োগের স্থানে পরিণত হয়েছে, বিশেষ করে পর্যটন খাতে। জুন মাসে সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন, এবং হস্তশিল্প মন্ত্রী ইজ্জাতুল্লাহ জারঘামি বলেছেন, গ্যান্ডোমান জলাভূমির দেশের অন্যতম কৃষি পর্যটন কেন্দ্রে পরিণত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এই জলাভূমিতে পর্যটনের প্রচুর সম্ভাবনা রয়েছে, বিশেষ করে পাখি দেখার ক্ষেত্রে। সূত্র: তেহরান টাইমস।