পর্যটন অবকাঠামো বাড়াতে ইরানের ২১৩ মিলিয়ন ডলার বরাদ্দ
পোস্ট হয়েছে: মে ১০, ২০২২

ইরান সরকার সারা দেশে পর্যটন অবকাঠামো বাড়ানোর জন্য ৬০ ট্রিলিয়ন রিয়াল (২১৩ মিলিয়ন মার্কিন ডলার) বাজেট বরাদ্দ দিয়েছে। দেশটির উপপর্যটন মন্ত্রী এই তথ্য জানিয়েছেন। আলি-আসগর শালবাফিয়ান জানান, আবাসন কেন্দ্রগুলির কাজ সম্পূর্ণ, পুনরুদ্ধার এবং সুসজ্জিত করার পাশাপাশি দেশব্যাপী পর্যটন অবকাঠামো শক্তিশালী করার জন্য এই অর্থ ব্যয় করা হবে। সোমবার এই খবর দিয়েছে বার্তা সংস্থা ইসনা।
গত বছর দেশটির সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন ও হস্তশিল্প মন্ত্রণালয় ঘোষণা দেয়, করোনাভাইরাস প্রাদুর্ভাবের আগে জাতীয় পর্যটন খাতে ক্রমাগত আয় বেড়েছে। ২০১৯ সালে পর্যটন খাত থেকে দেশটির আয় ১১ দশমিক ৭ বিলিয়ন ডলারে পৌঁছে। যা জিডিপির ২ দশমিক ৮ শতাংশ। জিডিপিতে বিশ্ব পর্যটনের গড় অবদানের কাছাকাছি অবস্থান করছিল ইরানের পর্যটন খাতের অবদান। ওইসময় বৈশ্বিক জিডিপিতে পর্যটক খাতের অবদান ছিল ৩.২ শতাংশ।
বিশ্ব পর্যটন সংস্থা সংকলিত তথ্যের ভিত্তিতে ইরান পর্যটনে দ্বিতীয় দ্রুততম বর্ধনশীল দেশ হিসেবে স্থান লাভ করে। সূত্র: তেহরান টাইমস।