শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

পর্যটনের জন্য নিরাপদ গন্তব্য ইরান

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ৩, ২০২২ 

news-image

ইরান আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য মোটামুটি নিরাপদ এবং সুন্দর গন্তব্য বলে মন্তব্য করেছেন দেশটির পর্যটন মন্ত্রী ইজ্জাতোল্লা জারঘামি।তিনি বলেন,  “বিদেশি পর্যটকদের অবগত হওয়া উচিত যে, ইরানে পর্যটনের জন্য সবচেয়ে সুন্দর এবং নিরাপদ স্থান রয়েছে। কিন্তু পশ্চিমা মিডিয়ার নেতিবাচক প্রচার তাদের মনকে বিকৃত করেছে। তবে যারাই এখানে আসে তাদের সেই দৃষ্টিভঙ্গি বদলে যায়।শনিবার ১৫তম তেহরান আন্তর্জাতিক পর্যটন প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।জারঘামি বলেন, কোন সন্দেহ নেই যে প্রাচীন দেশটি পর্যটন সম্পর্কিত সবকিছুতে সেরা সুযোগ সুবিধা প্রদান করে।গত বছরের তুলনায় করোনাভাইরাসের বর্তমান অবস্থার কারণে এবছর মানুষের ভ্রমণের সম্ভাবনা বেশি বলে মনে করছেন পর্যটন মন্ত্রী। নওরোজের ছুটির (ইরানি নতুন বছর) সময় পর্যটন বৃদ্ধির জন্য ইরানের প্রদেশগুলোকে আগামী দুই মাসের মধ্যে প্রস্তুত করা উচিত বলে তিনি মন্তব্য করেন। সূত্র: তেহরান টাইমস।