রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

পর্যটনের ওপর করোনার প্রভাব কমিয়ে প্রশংসিত ইরান

পোস্ট হয়েছে: জুন ২৫, ২০২০ 

news-image

করোনাভাইরাস মহামারিকালীন পর্যটন শিল্পের গতি ধরে রাখতে ইরানের পর্যটন মন্ত্রণালয় যেসব পদক্ষেপ নিয়েছে তার ভূয়সী প্রশংসা করেছে জাতিসংঘ পর্যটন সংস্থা (ইউএনডব্লিউটিও)। ইরানের পর্যটন মন্ত্রী আলি-আসগার মুনেসানকে লেখা এক চিঠিতে  ইউএনডব্লিউটিও মহাসচিব জুরাব পোলোলিকাশভিল এই প্রশংসা করেন।

তিনি বলেন, পর্যটনের ওপর করোনা প্রভাব কমাতে ইরানের নেয়া পদক্ষেপসমূহ সত্যিকারেই প্রশংসা কুড়িয়েছে।

চিঠিতে তিনি লিখেছেন, ‘‘ইউএনডব্লিউটিও এর নিকনির্দেশনা ও সুপারিশমালা মোতাবেক ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য, হস্তশিল্প ও পর্যটন মন্ত্রণালয় ধারাবাহিক পদক্ষেপ নিয়েছে। পর্যটনের ওপর প্রভাব কমাতে কার্যকর অনুশীলন চালিয়ে সত্যিকারেই প্রসংসা কুড়িয়েছে।’’

১৬ জুন লেখা চিঠিতে পোলোলিকাশভিল ইরানের মুনেসানকে বলেন, ‘‘আমি বিশেষভাবে আপনার অসাধারণ নেতৃত্বের  তারিফ করছি। এই চ্যালেঞ্জিং মুহূর্তে যা গুরুত্বপূর্ণ।’’

উল্লেখ্য, করোনাভাইরাস মহামারিতে ইরানের পর্যটন মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহায়তায় দেশব্যাপী ভ্রমণ নিরাপত্তা জোরদারে ধারাবাহিক দিকনির্দেশনা জারি করে। প্রাথমিক পর্যায়েই জরুরি ও কাজকর্মের জন্য ভ্রমণ বিষয়ক পদ্ধতি প্রণয়ন করা হয় এবং তা দেশের হোটেল, গেস্ট হাউজ, ইকো-লজ ইউনিট, পর্যটন গন্তব্য, যানবাহন, বিনোদন কেন্দ্র ও রেস্তোরাঁগুলোতে বাস্তবায়ন করা হয়। সূত্র: তেহরান টাইমস।