পর্যটনের উন্নয়নে কৌশলগত পরিকল্পনা প্রস্তুত করছে ইরান
পোস্ট হয়েছে: জুলাই ২৫, ২০২০
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2020/07/3503954.jpg)
ইরানের পর্যটন খাতের উন্নয়নে একটি কৌশলগত পরিকল্পনা প্রস্তুত করছে প্রেসিডেন্ট হাসান রুহানির প্রশাসন। নির্বাহী সংস্থা, শিক্ষাবিদ ও বেসরকারি খাতের সমন্বিত নীতিনির্ধারণের মাধ্যমে এই কৌশলগত পরিকল্পনা প্রণয়নের কাজ চলছে।
এই পরিকল্পনায় ব্যবস্থাপনা, ব্যবসায়িক পরিবেশ, অবকাঠামো, জনবল, সংস্কৃতি, বিজ্ঞাপন ও বিদেশি নাগরিক সংশ্লিষ্ট ইস্যুর মতো পর্যটনর খাতের কার্যকর উপাদানগুলোর ওপর গুরুত্ব দেয়া হয়েছে। খবর আইএসএনএ এর।
কৌশলগত পরিকল্পনার উদ্দেশ্য পর্যটন খাতের প্রধান নীতি নির্ধারণ, একটি জাতীয় পর্যটন উন্নয়ন পরিকল্পনা তৈরির জন্য ভিত্তি তৈরি করা, সম্ভাব্য সবচেয়ে গতিশীল এবং দক্ষতার সাথে লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করা, অধিকতর প্রতিদ্বন্দ্বি পরিবেশ তৈরি সেই সাথে স্থানীয় পর্যটন, প্রকৃতিক ও সাংস্কৃতিক পর্যটনকে জোরদার করা। সূত্র: তেহরান টাইমস।