পর্বত জয় করে সোনা জিতলেন ইরানি অ্যাথলেট রেজা আলিপুর
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২১, ২০১৭

ইরানি অ্যাথলেট রেজা আলিপুর। পাহাড়ের চূড়ায় ওঠা যেন তার নেশা। যার ফলও ঘরে তুললেন তিনি। ক্ষণিক সময়ের জন্য নিজেকে কিংবদন্তি উসাইন বোল্টের ভূমিকায় অবতীর্ণ করতে সক্ষম হন রেজা। দ্রুততম সময়ে পর্বত জয় করে ঘরে তুললেন সোনার মেডেল।
ইরানের রাজধানী তেহরানে চলছে এশিয়ান রক ক্লাইম্বিং চ্যাম্পিয়নশিপের আসর। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলেছেন তিনি।
এশিয়ান রক ক্লাইম্বিং প্রতিযোগিতার এবারের ২৫তম আসর গত ১৮ সেপ্টেম্বর শুরু হয়েছে। টুর্নামেন্টটি চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত।ইরানি পর্বত আরোহী রেজা সম্মানজনক এই টুর্নামেন্টে দারুণ পারফরমেন্স করেন, দখল করেন প্রতিযোগিতার শীর্ষ স্থান।
ইরানি এই অ্যাথলেট মাত্র ৫ মিনিটি ৬২ সেকেন্ড সময় নিয়ে দ্রুতগতিতে পর্বতচূড়ায় আরোহণ করে বিশ্ব রেকর্ড করেন। ঘরে তোলেন এশিয়ান রক ক্লাইম্বিং চ্যাম্পিয়নশিপের শিরোপা।
টুর্নামেন্টে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে চীন ও ইন্দোনেশিয়া। সূত্র: মেহের নিউজ।