বুধবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

পর্দা উঠল ব্রাজিল অলিম্পিকের

পোস্ট হয়েছে: আগস্ট ৭, ২০১৬ 

news-image

ব্রাজিলের রিও ডি জেনিরোতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠল অলিম্পিকের ৩১তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানের।

4bk8c91b726345bnb4_800C450 (1)‘নতুন বিশ্ব উপহার দেয়া’র স্লোগান নিয়ে ব্রাজিলের স্থানীয় সময় রাত ৮টায় বাংলাদেশের স্থানীয় সময় শনিবার ভোর (৬ আগস্ট) ৫টায় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। ‘গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’ খ্যাত অলিম্পিক চলবে ২১ আগস্ট পর্যন্ত।

4bk8d889075e2abnum_800C450

ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে জমকালো এই উদ্বোধনী অনুষ্ঠানটি দেখতে প্রায় ৭৮ হাজার দর্শক উপস্থিত ছিলেন স্টেডিয়ামে। আর টিভিতে প্রায় ৩০০ কোটি মানুষের চোখ ছিল এ উদ্বোধনী অনুষ্ঠান দেখার জন্য। অনুষ্ঠানের শুরুতে পতাকা হাতে দেশসেরা অ্যাথলেটদের মার্চপাস্ট চোখে পড়ে।

4bk853d4bbbb98bm37_800C450আয়োজনের বড় একটি অংশ জুড়ে ছিল ব্রাজিলের ঐতিহ্যবাহী বৈচিত্র্যপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান। অলিম্পিকের এই আসরে অংশ নিয়েছে ইরানসহ ২০৬টি দেশ। যেখানে সাড়ে ১০ হাজারের বেশি অ্যাথলেট অংশ নেবেন। মোট ২৮টি ক্রীড়া ইভেন্টে ৩০৬টি পদকের জন্য লড়বে দেশসেরা এই অ্যাথলেটরা।

4bk8e393f6afeebnap_800C450

উদ্বোধনী অনুষ্ঠানে ব্রাজিল তাদের দেশীয় সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে তুলে ধরে বিশ্ববাসীর কাছে। অনুষ্ঠানে গান গেয়ে দর্শকদের মন মাতান ব্রাজিলের বিখ্যাত সব সঙ্গীত শিল্পীরা। লাইট অ্যান্ড সাউন্ড শো’র মাধ্যমে ফুটিয়ে তোলা হয় ব্রাজিলের পর্তুগীজ উপনিবেশের ইতিহাস।

4bk890748d629ebnav_800C450

অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন বিখ্যাত পরিচালক ফার্নান্দো মেয়ারলেস। তার সঙ্গে ছিলেন আন্দুচা ওয়াশিংটন এবং ড্যানিয়েলা থমাস।

4bk8f635cef50bbm34_800C450

প্রথমবারের মতো অলিম্পিকে দেখা যাবে কসোভো ও দক্ষিণ সুদানকে। আর প্রথমবারের মতো অংশ নিচ্ছে রিফিউজি দল। বিশ্বের  যুদ্ধবিক্ষুব্ধ  ৪ দেশের ১০ জন অ্যাথলেট অংশ নিচ্ছেন অলিম্পিক পতাকাতলে। অলিম্পিক রিফিউজি দলে  ৫ জন দক্ষিণ সুদানের, সিরিয়ার দুই, কঙ্গো প্রজাতন্ত্রের দুই ও ইথিওপিয়ার রয়েছেন একজন অ্যাথলেট।

সূত্র: পার্সটুডে