পর্দা উঠলো তেহরান আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য উৎসবের
পোস্ট হয়েছে: অক্টোবর ২৪, ২০২২
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2022/10/4309309.jpg)
তেহরান ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভাল (টিআইএসএফএফ) এর ৩৯তম আসর গত বুধবার থেকে শুরু হয়েছে। ১৯ অক্টোবর উৎসব শুরু হয়ে চলবে ২৪ অক্টোবর পর্যন্ত।সর্বাধিক ৩০ মিনিটের শর্ট ফিল্ম দুটি আন্তর্জাতিক এবং জাতীয় বিভাগের চারটি শ্রেণিতে প্রতিযোগিতা করবে। কথাসাহিত্য, ডকুমেন্টারি, অ্যানিমেশন এবং এক্সপেরিমেন্টাল- এই চার ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।টিআইএসএফএফ শুধু ইরান নয় এই অঞ্চলের অন্যতম প্রাচীন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব।উৎসবটি একাডেমি পুরস্কারের জন্য বাছাইপর্ব হিসেবে আয়োজিত হচ্ছে। এতে সারা বিশ্বের আন্তর্জাতিক, সুপরিচিত উৎসব পরিচালক এবং সিনেমা ব্যক্তিত্বরা অংশ নিয়েছেন।তেহরান ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভালের আয়োজক ইরানি ইয়ুথ সিনেমা সোসাইটি। সূত্র: মেহর নিউজ।