সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

পর্তুগীজ চলচ্চিত্র উৎসবে তিন অ্যাওয়ার্ড পেল ইরান

পোস্ট হয়েছে: আগস্ট ৬, ২০১৭ 

news-image

পর্তুগালে অনুষ্ঠিত ২১তম অ্যাভানকা চলচ্চিত্র উৎসব থেকে তিনটি অ্যাওয়ার্ড ঘরে তুলেছে ইরান। দেশটির তিনটি ছবি উৎসবের কয়েকটি বিভাগ থেকে অ্যাওয়ার্ডগুলো জয় করেছে।এর মধ্যে বাহমান ও বাহমান আর্ক পরিচালিত ইরানি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অ্যানিম্যাল’ উৎসবের সেরা স্বল্পদৈর্ঘ্য ছবির অ্যাওয়ার্ড পেয়েছে।

১৫-মিনিটের চলচ্চিত্রটিতে এক ব্যক্তির কাহিনী তুলে ধরা হয়েছে, যে শিকারের উদ্দেশ্যে অবৈধভাবে সীমানা পাড়ি দিতে চায়। অতঃপর সে একটি পুরুষ ভেড়া শিকার করে এবং সেখান থেকে সে ছদ্মবেশে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।

অন্যদিকে, মজিদ ইসমায়েলি-পার্সা পরিচালিত ‘কাশতিবান’ সেরা ফিচার চলচ্চিত্র হিসেবে সিনেমা প্রাইজ পেয়েছে। ছবিটির চিত্র ধারণের জন্য মোহাম্মাদ ফাকুরি উৎসবে সেরা সিনেমা চিত্র শিল্পীর অ্যাওয়ার্ড পেয়েছেন।

এছাড়া, পর্তুগীজ চলচ্চিত্র উৎসবে মোসলেম তাবাতাবাইয়ির ‘লাইট সাইট’ প্রতিযোগিতা করেছে।এবারের উৎসবে ১০টি দেশের ৩৭ জনের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড ১৮টি অ্যাওয়ার্ড ও ৭টি সম্মাননা দিয়েছেন। ইউরোপীয় এ চলচ্চিত্র উৎসবটি গত ২৬ জুলাই শুরু হয়ে চলে ৩০ জুলাই পর্যন্ত।

সূত্র: ইরান ডেইলি।