সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

পর্তুগিজ চলচ্চিত্র উৎসবে ইরানের ৮ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

পোস্ট হয়েছে: জুন ২৫, ২০১৭ 

news-image

পর্তুগালের চলমান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হচ্ছে ইরানের আটটি স্বল্পদৈর্ঘ্য ও অ্যানিমেশন ছবি। বর্তমানে ইসপিনহো শহরে ‘ফেস্ট নিউ ডিরেক্টর্স, নিউ ফিল্মস ফেস্টিভ্যাল’ নামে এই চলচ্চিত্র উৎসবটি চলছে।

উৎসবের এবারের ১৩তম আসরে ইরানি চলচ্চিত্র নির্মাতা সামানেহ শোজাইয়ের ‘অ্যাস্ক্রাইবড অ্যাচিভমেন্টস’, মোনা শাহি পরিচালিত ‘দ্য লিটল বয়’, মোহাম্মাদ জেইর ও শালালেহ যৌথ পরিচালিত ‘জাঙ্ক গার্ল’, সারেহ শফিপুরের ‘দ্য ট্রি’ ও মরিয়ম ফারাহজাদির ‘দ্য রোল অব ইচ টোন’ প্রদর্শীত হচ্ছে।

এছাড়া উৎসবে সৈয়দ ভাহিদ হোসেইনি-নামি পরিচালিত স্বল্পদৈর্ঘ্য ছবি ‘ডিস্টোর্টেড মেমোরিজ’ ও বেহজাদ আজাদি পরিচালিত ‘স্লটার হাউস’ দেখানোর জন্য সাজানো হয়েছে।  সোমবার উৎসবের পর্দা নামবে।