বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

পর্তুগালের ‘মারিটিমো’ এফসি’তে খেলবে দুই ইরানি ফুটবলার

পোস্ট হয়েছে: জানুয়ারি ২, ২০১৯ 

news-image
ইরানি রক্ষণভাগের ফুটবলার মোহাম্মদ রেজা কাসেমি ও মধ্যমাঠের ফুটবলার আমির হোসেইন শেইখোল ইসলাম পর্তুগিজ ক্লাব ‘মারিটিমো’তে খেলার সুযোগ পেয়েছেন।২০ বছরের শেইখোল ইসলাম এর আগে ইরানের পেশাগত লিগ জব আহানে খেলতেন। আর ১৯ বছরের কাসেমি খেলতেন পর্তুগালের দ্বিতীয় বিভাগের লিগের লুসিতানিয়া এফসি ক্লাবে। এখন তারা উভয়ইে পর্তুগালের বি টিম ‘মারিটিমো’তে খেলবেন।
 

পর্তুগালের প্রিমিরিয়া লিগায় মারিটিমো খেলে থাকে। দেশটির তৃতীয় বিভাগেও ক্লাবটির আরেকটি টিম খেলে থাকে। প্রিমিরিয়া লিগে ১৪টি ম্যাচ খেলে ১১ পয়েন্ট পেয়ে ১৫তম স্থানে রয়েছে মারিটিমো। মেহের নিউজ।