পরিযায়ী পাখির পদচারণায় মুখর মিগান জলাভূমি
পোস্ট হয়েছে: অক্টোবর ৩১, ২০২১

পরিযায়ী পাখির পদচারণায় মুখর ইরানের কেন্দ্রীয় মারকাজি প্রদেশের মিগান জলাভূমি। সাম্প্রতিক সময়ে ৬ সহস্রাধিক পরিযায়ী পাখি এসেছে শীতকালীন অবকাশ যাপনে। প্রাদেশিক পরিবেশ দপ্তরের প্রধান জোহরে মুসাভি এই তথ্য জানান।
জলাভূমিটি ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ ইকো-ট্যুরিজম ও পাখি-প্রদর্শন কেন্দ্র। এখানে সারস, হাঁস, ফ্ল্যামিঙ্গো এবং রাজহাঁসসহ ১৩০ এর অধিক প্রজাতির অভিবাসী পাখি রয়েছে।
মুসাভি জানান, বার্ষিক অভিবাসন ক্যালেন্ডার অনুযায়ী, খরা ও আবহাওয়া পরিবর্তনের কারণে অভিবাসী পাখিদের অভিপ্রায়ণ শুরু হয় ২০ দিন বিলম্বে। তবে মিগান জলাভূমিতে পাখিদের প্রথম ঝাঁক শরতকাল কাটাতে এসেছে। এদের সংখ্যা এ পর্যন্ত ৬ হাজারে পৌঁছেছে। সূত্র: তেহরান টাইমস।