শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

পরিবেশ রক্ষায় ইরানে ‘গ্রিন রিলিফ’ কর্মসূচি

পোস্ট হয়েছে: জুলাই ২৮, ২০১৬ 

news-image
পরিবেশ রক্ষায় ইরানে গ্রিন রিলিফ’ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এধরনের কর্মসূচির লক্ষ্য হচ্ছে বর্জ্য সমস্যাপানি সংকটবন ধ্বংসদাবানলমরুকরণবায়ু দূষণ   ও টেসই উন্নয়নসহ বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করা। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি (আইআরসিএস) ও পরিবেশ বিভাগ ভবিষ্যতে পরিবেশ রক্ষায় এধরনের কর্মসূচি বাস্তবায়ন করবে।
এ কর্মসূচির আওতায় পরিবেশ রক্ষায় বিভিন্ন উদ্যোগ নেয়া ছাড়াও প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া হবে। এ খবর দিয়ে বার্তা সংস্থা তাসনিম বলছেআইআরসিএস কর্মকর্তা ফারানাজ রাফে বলেছেনস্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ দেয়া ছাড়াও কর্মসূচির আওতায় বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সূত্র: তেহরান টাইমস