শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

পরিবেশের ‘দুর্যোগ’ রোধে ইরানের সর্বোচ্চ নেতার আহবান

পোস্ট হয়েছে: মার্চ ৭, ২০২১ 

news-image

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ী শুক্রবার পরিবেশ রক্ষায় সবাইকে সতর্ক করে বলেছেন পরিবেশগত অবক্ষয়ের চলমান প্রক্রিয়া রোধে জনগণ ও সরকারি কর্মকর্তা-কর্মচারী উভয়কে একযোগে কাজ করতে হবে। প্রাকৃতিক সম্পদ ধ্বংস প্রতিহত করার কোনো বিকল্প নেই। তেহরান টাইমস

ইরানের জাতীয় বৃক্ষরোপণ দিবস উপলক্ষে দুটি ফল গাছের চারা রোপণ করেন আয়াতুল্লাহ খামেনেয়ী। তিনি বলেন পরিবেশের ধ্বংস মানুষের ভবিষ্যত বিপন্ন করবে। তিনি বনাঞ্চলে অগ্নিকাণ্ডের মত ঘটনা প্রতিরোধের ওপর জোর দিয়ে বলেন এধরনের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের জবাদিহিতায় আনতে হবে। তিনি বলেন পরিবেশ রক্ষা ধর্মীয় ও বৈপ্লবিক দায়িত্ব। এ দায়িত্ব পালন বিলাসিতা বা আলঙ্কারিকভাবে হওয়া উচিত নয়। ইরানে প্রতিবছর ৫ মার্চ জাতীয় বৃক্ষরোপণ দিবস উদযাপিত হয়ে থাকে।