শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

পরিবেশ ইস্যুতে সহযোগিতা বাড়াবে ইরান-স্পেন

পোস্ট হয়েছে: ডিসেম্বর ১৫, ২০১৯ 

news-image

পরিবেশ ইস্যুতে সম্পর্ক বাড়াতে চায় ইরান ও স্পেন। ইরানের পরিবেশ অধিদপ্তরের উপপ্রধান মাসুদ তাজরিশি ও স্পেনের পরিবেশ বিষয়ক সচিব হুগো আফোনসো মোরান ফারনান্দেজ এই সম্পর্ক বাড়ানোর সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা করেছেন।

মঙ্গলবার ২৫তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের (সিওপি২৫) অবকাশে দুই কর্মকর্তা এক বৈঠকে মিলিত হন। স্পেনের মাদ্রিদে ২ থেকে ১৩ ডিসেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

তাজরিশি পরিবেশগত সুরক্ষা নিয়ে ইরানের পরিকল্পনা ও কার্যক্রমগুলো ব্যাখ্যা করেন। জ্বালানি খরচের প্যাটার্নের বিকাশ ও শিল্প ইউনিটগুলোর কার্যকারিতা ও উৎপাদনশীলতা জোরদার ইত্যাদি বিষয়ে তার দেশের পরিকল্পনা তুলে ধরেন। ইরানের গ্রিন প্রযুক্তিতে প্রবেশে মার্কিন নিষেধাজ্ঞার সামলোচনাও করেন তারা।

তিনি স্পেনিশ কর্মকর্তাকে শিল্প ও খনি ইউনিটগুলোতে বর্জ্য ব্যবস্থাপনা, বায়ু দূষণ কমিয়ে আনা এবং বালু ও ধূলিঝড় মোকাবেলায় সহযোগিতা করার আহ্বান জানান। এসময় ইরানের পরিবেশ সুরক্ষা পরিকল্পনাকে স্বাগত জানান স্পেনিশ কর্মকর্তা। সূত্র: তেহরান টাইমস।