পরিবেশবান্ধব জীবাণুনাশক উৎপাদন করছে ইরান
পোস্ট হয়েছে: মে ১২, ২০২০
পরিবেশ ও মানুষের কোনো ক্ষতি করে না- এমন ধরনের একটি জীবাণুনাশক উৎপাদন করার কারিগরি জ্ঞান অর্জন করতে সক্ষম হয়েছেন ইরানের আমিরকবির ইউনিভার্সিটি অব টেকনোলজির গবেষকরা। বর্তমানে দেশটির একটি জ্ঞানভিত্তিক কোম্পানি মাল্টি অক্সিডেন্ট দ্রবণটির গণউৎপাদন করছে। যা দিয়ে মুখ ও হাত উভয় পরিষ্কার করা যাবে।
কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বলেছেন, তার প্রতিষ্ঠান একচেটিয়াভে পণ্যটি উৎপাদন প্রক্রিয়া সম্পন্ন করছে। উৎপাদন প্রক্রিয়ায় কোনো রাসায়নিক উপাদান ব্যবহার করা হচ্ছে না। সুতরাং পণ্যটি পরিবেশবান্ধব।
তিনি বলেন, জীবাণুনাশকটি ব্যবহারে মানুষের স্বাস্থ্যের প্রতি কোনো ঝুঁকি নেই। প্রকৃতগতভাবে এটি ক্ষারীয় ও অজ্বলনশীল।
উল্লেখ্য, ইরানের জ্ঞান-ভিত্তিক কোম্পানিগুলো করোনাভাইরাসের চিকিৎসায় বিপুল সংখ্যক সরঞ্জাম উৎপাদন করেছে। দেশটি এসব পণ্য এখন রপ্তানিতে সক্ষম। ইরানের তৈরি সরঞ্জামের মধ্যে রয়েছে- আইসিইউ ও সিসিইউ সরঞ্জাম, সিটি-স্ক্যান মেশিন, করোনাভাইরাস শনাক্তকরণ কিট ও জীবাণুনশক। এছাড়া দেশটির জ্ঞানভিত্তিক কোম্পানিগুলো দিনে ৬০ লাখ মাস্ক তৈরি করে। সূত্র: মেহর নিউজ এজন্সি।