বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

পরিবেশগত সমস্যা সমাধানে প্রতিবেশীদের সহযোগিতা করবে ইরান

পোস্ট হয়েছে: এপ্রিল ১৩, ২০২২ 

news-image

আঞ্চলিক পরিবেশগত সম্পর্ক জোরদার ও বিকাশের জন্য নিকট ভবিষ্যতে প্রতিবেশী দেশগুলোর কর্মকর্তাদের সাথে একটি বৈঠকের আয়োজন করবে ইরানের পরিবেশ অধিদপ্তর (ডিওই)।তেহরান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ধূলিকণা, জল দূষণের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আঞ্চলিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠার মাধ্যমে পরিবেশগত কূটনীতিকে শক্তিশালী করা এবং পরিবেশগত ঝুঁকি মোকাবেলায় আঞ্চলিক ও আন্তর্জাতিক অভিন্নতা ডিওই এর প্রধান কাজ।প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ডিওই এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাকে কূটনীতি এবং আন্তর্জাতিক ফোরামের মাধ্যমে এবং প্রতিবেশী দেশগুলোর সাথে সহযোগিতার মাধ্যমে ধুলো সমস্যা দূর করার নির্দেশ দিয়েছেন।সে অনুযায়ী, ডিওই বিষয়টি নিয়ে আলোচনার জন্য প্রতিবেশী দেশগুলোর মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের একটি বৈঠকের আয়োজন করে। সূত্র: তেহরান টাইমস।