পরিবার বিধি ঘোষণা করলেন ইরানের ধর্মীয় নেতা
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ৫, ২০১৬
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2016/09/2195922.jpg)
ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী তার দেশের নাগরিকদের পারিবারিক বন্ধন আরো দৃঢ় করতে ১৬ দফা বিধি ঘোষণা করেছেন। গত শনিবার তার এ বিধি ঘোষণার পর বিষয়টিকে ইরানের যে কোনো পরিবারের সাধারণ নীতি হিসেবে অনুসরণের ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। এধরনের বিধি রচিত হয়েছে ইসলামি সমাজের ভিত্তি হিসেবে।
এ প্রসঙ্গে ইরানের ধর্মীয় নেতা বলেন, ইসলামি সমাজের ভিত্তি ও অন্তর্নিহিত সত্তা হিসেবে পরিবার হচ্ছে শিশুদের সৎ ও আদর্শ মানুষ হিসেবে বেড়ে ওঠার চৌহদ্দি, মানব মাহাত্ম্য ও মঙ্গলের উৎস এবং বিকাশমান দক্ষতার অন্যতম পীঠস্থান। তিনি বলেন, পরিবার শুধু গড়ে ওঠার পরিধি নয় বরং তা শৌর্য ও দেশ এবং আধ্যাত্মিক প্রচার প্রতিষ্ঠার জন্যেও অনন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কাজ করে।
এ লক্ষ্য নিয়েই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা পরিবারভিত্তিক সমাজ প্রতিষ্ঠার ওপর জোর দেন ও ষোল দফা দিক নির্দেশনা দেন।সূত্র: তেহরান টাইমস