শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

পরিপূরক এবং বিকল্প ওষুধে পশ্চিম এশিয়ায় প্রথম ইরান

পোস্ট হয়েছে: আগস্ট ১৪, ২০২২ 

news-image
২০২১ সালে পরিপূরক এবং বিকল্প ওষুধের বিকাশে ইরান পশ্চিম এশিয়ায় প্রথম স্থান অর্জন করেছে। এসসিআইমাগো জার্নাল অ্যান্ড কান্ট্রি র‌্যাঙ্ক এই তথ্য জানিয়েছে।
পরিপূরক এবং বিকল্প ওষুধের ক্ষেত্রে প্রকাশিত ৫০৫টি নথি নিয়ে দেশটি বিশ্বে চীন (৪৯৯৮), মার্কিন যুক্তরাষ্ট্র (১১৬৮) এবং ভারত (৭১০) এর পরে চতুর্থ স্থানে রয়েছে।প্রতিবেদন মতে, ২০২০ সালেও ইরান বিশ্ব র‌্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে ছিল। এরআগে ২০১৯ এবং ২০১৮ সালে দেশটি পঞ্চম স্থানে ছিল। সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে পরিপূরক এবং বিকল্প ওষুধে আরও এক ধাপ অগ্রগতি হয়েছে দেশটির। সূত্র: তেহরান টাইমস।