বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

পরমাণু সমঝোতা বাস্তবায়ন: বিভিন্ন দেশের সঙ্গে ইরানের বাণিজ্যিক লেনদেন বৃদ্ধি

পোস্ট হয়েছে: নভেম্বর ১৯, ২০১৭ 

news-image

গত ৯ মাসে ইউরোপীয় ইউনিয়নে ইরানি পণ্য রপ্তানির পরিমাণ বেড়ে ৭২৫ কোটি ২০ লাখ ইউরো’তে পৌঁছেছে। ২০১৬ সালের প্রথম ৯ মাসের তুলনায় ইউরোপে ইরানি পণ্য রপ্তানির শতকরা হার বৃদ্ধি পেয়েছে ১০৭ ভাগ ।

ইউরোপীয় কমিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে,২০১৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে ইরানের সঙ্গে ইইউ’র বাণিজ্যিক লেনদেনের পরিমাণ ছিল ৯১০ কোটি এক লাখ ইউরো। চলতি বছরের প্রথম ৯ মাসে এই লেনদেনের পরিমাণ ৬২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪ শ ৭৮ কোটি ২০ লাখ ইউরোতে।

চলতি বছরের প্রথম ৯ মাসে ইরানেও ইউরাপীয় পণ্য আমদানির পরিমাণ ৩৪ শতাংশ বেড়ে ৭৫০ কোটি ৩০ লাখ ইউরোতে পৌঁছেছে।

২০১৬ সালের জানুয়ারি থেকে পরমাণু সমঝোতা বাস্তবায়নের মধ্য দিয়ে ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য দেশের সঙ্গে ইরানের বাণিজ্যিক সম্পর্ক ব্যাপক বৃদ্ধি পেয়েছে। – পার্সটুডে।