বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

পরমাণু সমঝোতা ইস্যুতে বিশ্ব ইরানের পাশে দাঁড়িয়েছে: রুহানি

পোস্ট হয়েছে: আগস্ট ১৪, ২০১৭ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, পরমাণু সমঝোতা ইস্যুতে সারা বিশ্ব তেহরানের পাশে দাঁড়িয়েছে। এ সমঝোতার সুফল মধ্যপ্রাচ্য এবং বিশ্বের সবাই পাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

প্রেসিডেন্ট রুহানি সতর্ক করে বলেন, পরমাণু সমঝোতা লঙ্ঘন করা হলে তা হিতে বিপরীত হবে। প্রথম মেয়াদের সরকারের মন্ত্রিসভার শেষ বৈঠকে তিনি এসব কথা বলেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সমঝোতাকে সবচেয়ে খারাপ চুক্তি বলে যে দাবি করেছেন তা নাকচ করে ড. রুহানি বলেন, পরমাণু সমঝোতার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে- এটি ছিল একটি সমঝোতার ফল এবং তা উইন-উইন পরিস্থিতিতে করা হয়েছে।

প্রেসিডেন্ট রুহানি জোর দিয়ে বলেন, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা অবশ্যই ইরান, মধ্যপ্রাচ্য ও  বিশ্বের স্বার্থে কাজ করেছে এবং করবে। যে ব্যক্তি এখন এই সমঝোতা বাতিল করতে চাইবেন তাতে তিনি নিজে এবং তার দেশ ক্ষতিগ্রস্ত হবে। সেইসঙ্গে বিশ্বের সবাই ইরানের পাশে দাঁড়াবে। – পার্সটুডে।