মঙ্গলবার, ১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

পরমাণু সমঝোতার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল চীন ও জার্মানি

পোস্ট হয়েছে: জুলাই ১০, ২০১৮ 

news-image

পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াং ও জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল।

বার্লিন সফররত লি কেকিয়াং-এর সঙ্গে সোমবার এক যৌথ সংবাদ সম্মেলনে অ্যাঙ্গেলা মার্কেল বলেন, অনেক আলোচনার পর ইরানের সঙ্গে যে পরমাণু সমঝোতা সই হয়েছে তাতে সব পক্ষের স্বার্থ রক্ষিত হয়েছে। এ সময় চীনা প্রধানমন্ত্রী বলেন, এই সমঝোতা ভেঙে পড়লে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হতে হবে।

মার্কিল আরো বলেন, “পরমাণু সমঝোতার প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ রয়েছি। আমরা মনে করছি এটি একটি ভারসাম্যপূর্ণ চুক্তি।” তিনি আরো বলেন, “সমঝোতার আগে ইরানের সঙ্গে হয়ত আরো আলোচনা করা যেত। কিন্তু তারপরও আমি মনে করি এই সমঝোতা বহাল রাখাই ভালো।”

এর আগে সোমবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং ইরানের পরমাণু সমঝোতা বহাল রাখার জন্য বেইজিং জোর চেষ্টা চালাচ্ছে বলে উল্লেখ করেন।পার্সটুডে।