শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

‘পরমাণু শক্তির উন্নয়নে আঞ্চলিক দেশগুলোকে সহায়তা করবে ইরান’

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৮, ২০১৬ 

news-image

ইরানের আণবিক শক্তি সংস্থা বা এইওআই’র প্রধান আলী আকবর সালেহি বলেছেন, পরমাণু শক্তির উন্নয়নে আঞ্চলিক দেশগুলোকে সহায়তার জন্য প্রস্তুত রয়েছে তেহরান।

লন্ডনে বিশ্ব পরমাণু সংস্থার সিম্পোজিয়ামে শুক্রবার এ কথা বলেন তিনি। এতে ৩৫টির বেশি দেশের প্রায় ৬০০ পরমাণু বিশেষজ্ঞ ও কর্মকর্তা অংশ নিয়েছেন।সালেহি বলেন, পারস্য উপসাগরীয় দেশগুলো পরমাণু শক্তি উন্নয়নে আগ্রহী এবং এ খাতের অভিজ্ঞতা বিনিময়ে তেহরান প্রস্তুত রয়েছে।

গত বছর চূড়ান্ত পরমাণু সমঝোতা সই করার পর আন্তর্জাতিক পরমাণু শিল্প উদ্যোক্তাদের সঙ্গে এইওআই’র সহযোগিতার কথাও তুলে ধরেন সালেহি। এইওআই’র প্রকল্পে অংশ নিতে আগ্রহী সংস্থাগুলোকে তেহরানের সঙ্গে সহযোগিতার আমন্ত্রণ জানান তিনি।

সালেহি বলেন, ইরান ২০ হাজার মেগাওয়াট পরমাণু বিদ্যুৎ তৈরির পরিকল্পনা করেছে। এছাড়া, ইরানের অগ্রাধিকার প্রকল্পগুলোর মধ্যে ১০০-মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র রয়েছে বলেও জানান তিনি।